নাটোরের বড়াইগ্রামে ন্যাশনাল ট্রাভেলসের একটি নৈশ কোচে যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত একটা থেকে দেড়টা মধ্যে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, রাতে বাসটি ঢাকা থেকে ছেড়ে আসার পর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকায় সাতজন যাত্রী রাজশাহী যাবার কথা বলে বাসে উঠে। কিছুক্ষণ পরেই তারা অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর তারা বাসের ২১ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কারসহ অন্যান্য সামগ্রী লুটে নেয়। পরে এক পর্যায়ে বাসটি বড়াইগ্রামের বনপাড়া বাইপাস এলাকায় এলে সেটি রাজশাহীর দিকে না নিয়ে পাবনার দিকে নিয়ে যেতে থাকে। ডাকাতি শেষে তারা উপজেলার ধানাইদহ এলাকার ফাঁকা বিলের মধ্যে নেমে যায়। পরে চালক বাসটি ঘুরিয়ে রাত তিনটার দিকে রাজশাহী পৌঁছেন। এ সময় যাত্রীরা ৯৯৯ এ কল দিলে রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ শিরোইল বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি ডাকাতির এলাকা হিসাবে ক্ষতিগ্রস্থদের বড়াইগ্রাম অথবা গুরুদাসপুর থানায় মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন বলে যাত্রীরা জানান।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী জানান, নিয়মানুযায়ী বাসে রাস্তায় কোন যাত্রী উঠানোর কথা না। কিন্তু কাছিকাটা এলাকায় সাতজন যাত্রীবেশি ডাকাতকে উঠানো হয়েছে। এ ঘটনায় বাসের চালক-হেলপার জড়িত আছে বলে আমরা মনে করছি।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, বিষয়টি জানি না। কেউ কোন অভিযোগ করেনি। তবে আমি খোঁজ নিচ্ছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।