গৃহবধূকে পিটিয়ে ও কামড়ে ক্ষতবিক্ষত করল স্বামী

নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে যৌতুক লোভি স্বামীর নির্যাতনের নির্মম শিকার হয়ে গৃহবধু রুপা খাতুন (২৩) এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাতরাচ্ছেন। শনিবার রাত আটটা থেকে ১২টা পর্যন্ত রুপাকে তার স্বামী মারপিট করে এবং তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে। রুপা পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রাজমিস্ত্রি নুরু মিয়ার ছেলে জনির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে জনির (২৫) সাথে পার্শ^বর্তী বড়াইগ্রামের ভিটাকাজিপুর গ্রামের আলী আহসানের মেয়ে রুপার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জনি যৌতুকসহ বিভিন্ন কারণে রুপার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। জনি তার বাবা মার সামনেই রুপাকে নির্মমভাবে নির্যাতন চালায়। কিন্তু বাবা মা রুপাকে উদ্ধার করতে আসে না। প্রতিবেশিরা এগিয়ে আসলে তাদেরকেও
গালমন্দ করা হয়।গৃহবধু রুপা জানায়, সে পালিয়ে থানার আশ্রয় নিলে পুলিশ তাকে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে চিকিৎসাধীন নেয়। সেখানেও তার স্বামী জনি তাকে মারপিট করতে থাকে। উপস্থিত লোকজনের জনরোষে সে পালিয়ে যায়।
পুত্রবধুকে দেখতে আসা জনির মা জাহেরা বেগম বলেন, ছেলেকে বললেও মানা শোনেনা। আমি কি করব? গুরুদাসপুর থানার ওসি মো. মোজাহারুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।