দিনাজপুরের গৌরিপুর পানি নিয়ন্ত্রণ প্রকল্প পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি

দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুর সদর উপজেলার গৌরিপুর পানি নিয়ন্ত্রণ কাঠামো সেচ প্রকল্প নির্মাণ কাজ পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
গত শনিবার দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের গৌরিপুর পানি নিয়ন্ত্রণ কাঠামো সেচ প্রকল্প নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল হক, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী যোতি প্রশাদ ঘোষ, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার এইচএসএম মাগফুরুল হাসান আব্বাসী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুজন সরকার প্রমুখ।
গৌরিপুর পানি নিয়ন্ত্রণ কাঠামো সেচ প্রকল্প নির্মাণ কাজ পরিদর্শনে এসে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি একটি গাছের চারা রোপণ করেন।