স্টাফ রিপোর্টার ঃ
মহামান্য হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী সিএস ম্যাপ অনুযায়ী ইছাতি নদীর অবৈধস্থাপনা উচ্ছেদ ও খনন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের কাছে স্মারক লিপি প্রদান করেছে ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা। বিশ্ব নদী দিবস -২০২০ উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কবীর মাহমুদের হাতে স্মারক লিপি হস্তান্তর করেন ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ পাবনা জেলা শাখার সহসভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরা পারভিন ,ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সহসভাপতি সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেবুন্নেছা ববিন, সাংগঠনিক সম্পাদক সাঁথিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মনছুর আলম, প্রচার সম্পাদক এশিয়ার টিভির জেলা প্রতিনিধি শফিক আল কামাল, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রব মন্টু, সর্ব সদস্য হাসান আলী, নাসরিন পারভিন ও কবি মধুসূধন মজুমদার , দৈনিক অর্থনীতি জেলা প্রতিনিধি মিজান তানজিল প্রমুখ। স্মারক লিপিতে ইছামতি নদীর সংস্কার কার্যক্রমে যে সকল প্রকল্প গ্রহণ করা হবে তা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ডের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করার জন্য জোড় দাবী জানানো হয়।