আত্ম ভোলা

ভূল তো করতেই পারি
তাই বলে বকোনা বলি।
তোমরা ছাড়া পৃথিবীতে একলাইতো থাকি
আদর স্নেহ আমায় করো
দায়িত্ত্ব মনুষত্ব শিখিয়ে দিও
পূণ্য করো ভাল করো বসুন্ধরার উদ্যানে।
দুঃখের কথা মুছে দিও বালিতে লিখে
আনন্দের কথা রেখে দিও পাথরের উপর স্মৃতি করে
কিছু কথা রেখে দিও আত্মগোপনে
মানুষ হবে মানুষেরই মতো করে।


(শিক্ষার্থী, চতুর্থ শ্রেণী, ডি.এ. জয়েন উদ্দিন স্কুল, চাটমোহর, পাবনা।)