রোনাল্ড কোম্যান বার্সেলোনায় পা রাখার পর আর্তুরো ভিদালের বিদায় নিশ্চিত হয়ে যায়। আনুষ্ঠানিকভাবে কাতালান ক্লাব ছেড়ে দিয়েছেন তিনি। চিলিয়ান এই মিডফিল্ডার ২০২০-২১ মৌসুমকে সামনে রেখে ইন্টার মিলানে যোগ দিয়েছেন।
এক বিবৃতিতে ভিদালকে দলে ভেড়ানোর বিষয়টি জানিয়েছে ইন্টার মিলান। এর আগে বার্সা ওয়েবসাইট জানায়, শর্ত অনুযায়ী ভিদালের ট্রান্সফার ফি দাঁড়াতে পারে ১০ লাখ ইউরো।
সবকিছু প্রায় চূড়ান্ত হওয়ার পর ভিদালকে বিদায়ী বার্তা জানিয়েছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘প্রথম সাক্ষাতের পর থেকেই তোমাকে সবসময় অসাধারণ একজন মানুষ মনে হয়েছে। তবে ব্যক্তিগতভাবে তোমাকে জানার সৌভাগ্য হওয়ার পর আরো অবাক হয়েছি। এই দুই বছরে আমরা অনেক কিছু ভাগাভাগি করেছি এবং তুমি তোমার চিহ্ন রেখেছ। ড্রেসিং রুম তোমাকে মিস করবে আর্তুরো ভিদাল। নতুন ক্লাবে নতুন অধ্যায়টা যেন দারুণ কাটে, এ ছাড়া কিছুই চাই না। আবার আমাদের দেখা হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত।’
২০১৮ সালে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সায় পাড়ি জমান ভিদাল। এবার তাঁর নতুন ঠিকানা ইতালির ক্লাব ইন্টার মিলান।