বে- সরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এর নির্বাহী প্রধান বাংলাদেশের বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব, আবৃত্তি শিল্পী মোস্তফা নুরুজ্জামান এর ৫৮ তম শুভ জন্মদিন উৎসব পালন উপলক্ষে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় কালিগঞ্জ সুশীলন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জন্মদিন উৎসব উদযাপনে সাংবাদিক, সূধী ও সুশীলন পরিবারের কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দের অংশগ্রহনে সুশীলন এর নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের জন্মদিন উৎসব এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কেক কাটেন সুশীলন কার্য-নির্বাহী কমিটির সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, সুশীলন উপ-পরিচালক সু-সংগঠক মোস্তফা আখতারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, কালিগঞ্জ কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল হান্নান, অধ্যাপক শ্যামাপদ দাস, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সুশীলন এর নির্বাহী সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, অধ্যাপক ইন্দ্রজিৎ মন্ডল, কালিগঞ্জ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার আজমল হোসেন, কালিগঞ্জ বন্ধু কল্যান সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সংস্কৃতি সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু সুশীলনের আনারুল ইসলাম অমল সরকার প্রমুখ জন্মদিন উৎসবে মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে জন্মদিন উৎসব পালন করা হয়। কালিগঞ্জের শুধু নয়, খুলনা বিভাগের কৃতি সন্তান মোস্তফা নুরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ১৯৯১ সালে সুশীলন এনজিও যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে সেই সুশীলন আজ ৩০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। হাজার হাজার কর্মী কর্মকর্তার আন্তরিকতায় দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের অধিকার আদায় এবং অবহেলিত বঞ্চিত সমাজের পিছিয়ে পড়া মানুষের সামনে এসে প্রতিষ্ঠ করে আসছেন। সংস্থাটি সুনিপুনভাবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বৃক্ষ, মৎস্য, দুর্যোগ, হতদরিদ্র পরিবারের গৃহনির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন। বাংলাদেশের মধ্যে সুশীলন এনজিও আজ প্রতিষ্ঠায় সাফল্য অর্জনে সকলের প্রশংসা কুড়িয়েছে। শুভ শুভ শুভ হোক জন্মদিন শুভ হোক, নির্বাহী প্রধান এর জন্মদিন শুভ হোক সুশীলনের অগ্রযাত্রা আরো বৃদ্ধি পাক এই শ্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ গোলাম মোস্তফা।