রাজশাহী রেঞ্জের সদ্য বদলি হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ
আক্তারকে ফুলের রশি দিয়ে গাড়ি টেনে বিদায় দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে
সরকারি বাসভবন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যান তিনি। এ সময় পুলিশ সদস্যরা ফুলের রশি দিয়ে গাড়ি টেনে তাকে রাস্তায় তুলে দেন। গাড়ির সামনের দিকে বাধা দুটি রশি গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছিল। ডিআইজির জিপটিকেও সাজিয়ে দেয়া
হয়েছিল ফুল দিয়ে। ডিআইজির বিদায়ের সময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা আবেগাপ্লুত হয়ে ওঠেন। এর আগে বিদায়ী ডিআইজি তার বাংলোয় বিদায়ী সালামি ও শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় তাকে শুভেচ্ছা জানান পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত
ডিআইজি (প্রশাসন ও অর্থ) টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহী পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য,গত ২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে ডিআইজি
একেএম হাফিজ আক্তারকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি হওয়ার আগে তিনি রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ছিলেন।