মৌলভীবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কফি চারা বিতরণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে কফি চাষ সম্প্রসারণের লক্ষে কৃষক পর্যায়ে বিনা মুল্যে কফি চারা বিতরণ করেছে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ ১৪ সেপ্টেম্বর দুপুরে। এ সময় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসীস উদ্দিন, মৌলভীবাজারের কৃষি বিষষক উদ্ভাবক সাংবাদিক সালেহ এলাহী কুটি প্রমুখ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে দুজন কৃষকের মধ্যে ৭০
টি চারা, সদর উপজেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো: হুমায়ূন করীবকে ৪০ টি, জুড়ী উপজেলার কৃষক মোঃ মুর্শেদ মিয়াকে ৩০ টি চারা দেওয়া হয়। উপ-পরিচালক কাজী লুৎফুল বারী বলেন- কফি চাষে কৃষকদের উদ্ধুদ্ধ করতে এই কফি চারা বিতরণ
কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। মৌলভীবাজারের আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেস্দ্রে অ্যারাবিকা জাতের কফি চারা উৎপাদন করা ৭শত চারা সারা জেলার কৃষকদের মধ্যে দু একদিনের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চারা
বিতরণ করা হবে।