নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাবাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল ছেলে। গতকাল
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধুরইল ছোটবিল এলাকা নামক স্থানে এ মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল আজিম উদ্দিন (৪৮)। এসময় আজিম উদ্দিনকে বাঁচাতে গিয়ে তার প্রতিবেশি আব্দুস সাত্তার (৪৬) আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও এলাকাবাসী জানাগেছে,আজিম উদ্দিন দুটি বিয়ে করেছেন। দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রী
বেবী বেগম ও তার দুই ছেলে রাকিবুল ইসলাম ও হাসিবুল ইসলামকে নিয়ে আলাদাভাবে বসবাস করতেন। আর দ্বিতীয় স্ত্রী বিলকিস বেগমকে নিয়ে থাকতেন আজিম উদ্দিন।
সোমবার সকালে প্রথম স্ত্রী বেবী ও তার দুই ছেলে বাবার পান বরজ দখলে নিয়ে কাজ শুরু করেন। পরে খবর পেয়ে আজিম উদ্দিন সেখানে গিয়ে স্ত্রী ও ছেলেদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে ছেলে হাসিবুল ধারালো হাসুয়া দিয়ে আজিম উদ্দিনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আজিম উদ্দিন মারা যান। এবিষয়ে মোহনপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং ঘটনার পর থেকে আজিম উদ্দিনের প্রথম স্ত্রী ও দুই ছেলে পলাতক রয়েছে। তবে তাদেরকে আটকের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে