দুইটি হৃদয় রহস্য

এনামুল হক টগর

দেহের ভেতর অদৃশ্য দুইটি হৃদয়ের রহস্যে ভেদ খেলা!
একটি সুন্দর প্রষ্ফুটিত সবরকারী ধৈর্যশীল ও মানবতার কল্যাণে সফল।
অপরটি লোভ লালসা জুলুম বিদ্বেষ ও কঠিন হিংস্রায় অন্যায়কারী।
সে প্রতিনিয়ত দেশ সমাজ ও পৃথিবীতে রক্ত ঝরায় বার বার-
হে জীবন,এই চলমান সময়ের দীর্ঘ সমস্যাগুলো কে ভেঙে দেবে নতুন সংস্কার?
অন্ধকার সেতো ব্ন্ধ দরজার মতো কঠিন শক্ত প্রাচীর।
ধৈর্য ও প্রতিক্ষার বিজ্ঞ জ্ঞান দিয়ে তাকে ভাঙ্গতে হয় মহৎ মানবতায়।
মানুষ যার সাথে বন্ধুত্ব করে তাঁর সাথেই আনন্দে হাসে এক বিস্ময় হৃদয়!
আবার এক সময় তাকেই ভূলে যায় নিরব বেদনা বিরহে রিক্ত অসহায়।
মানুষ যার সংগে দুঃখ কষ্ট ও যন্ত্রাণার আগুনে পোড়ে,
তাকেই যেন আজীবন ও আজন্ম মনে রাখার চেষ্টা করে।
সময়ের সত্য সত্তা ও ঐশ্বরিক বার্তা মানুষকে চেতনা দেয়
আবার গভীর প্রার্থনার অশ্রুজলে কাঁদায় মহাবিশ্ব সংসার পরিচয়!
এই দুইটি হৃদয় দিয়েই মানুষ অনুভব উপলব্ধ করে ভালোমন্দ অলৌকিক বিস্ময়।
Show quoted text