জুড়ীতে মসজিদ ও মাদ্রাসা নির্মাণে ভূমি দান

মৌলভীবাজার প্রতিনিধি : জুড়ী থানা সংলগ্ন বাছিরপুর এলাকায় “মালায়ে আলা জামে মসজিদ ও বায়তুল মামুর ও সিদরাতুল মুনতাহা ইন্টারন্যাশনাল আল-আরাবীয়া মাদ্রাসা” নির্মাণের জন্য ব্যক্তি উদ্যোগে ১৯ শতাংশ ভূমি দান করলেন বাছিরপুরের নূরুল ইসলাম মজুমদার নামের এক সমাজপতি। তিনি ওই গ্রামের মরহুম ইয়াকুব আলীর ৩য় পুত্র। বহুতল ভবন নির্মাণ এবং আরো ভূমি সম্প্রসারণ করার লক্ষ্যে গত ১০ মার্চ সোমবার ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের সভাপতিত্বে ও জামাতা আবুল হোসেন‘র সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী হাজী মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, জুড়ী প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিট সভাপতি এ.বি.এম নুরুল হক, বিএনপি নেতা আব্দুল হেকিম, ছাত্রদল নেতা সোহেল আহমদ, কৃষকদল নেতা হেলাল উদ্দিন প্রমুখ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার, দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি জালালুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন- “মালায়ে আলা জামে মসজিদ ও বায়তুল মামুর ও সিদরাতুল মুনতাহা ইন্টারন্যাশনাল আল-আরাবীয়া মাদ্রাসা” প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম মজুমদার। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন খলিলুর রহমান। বক্তারা সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব নূরুল ইসলাম মজুমদারের মত ওই মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজের উন্নয়নে দেশ -প্রবাসের সকলের হাতকে সম্প্রসারিত করার আহবান জানান। দোয়া করেন- কুলাউড়া ডিগ্রী কলেজ এর সাবেক ভিপি এম.কে রহমান।