নাটোর প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাড়ে ১৫ বছর আমরা যা করতে পারিনি তোমারা (ছাত্ররা) তা করে দেখিয়ে দিয়েছে। সাড়ে পনেরো বছরের আন্দোলন সংগ্রামের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে তোমরা রক্ত-সংগ্রাম ও কৌশলে হাসিনার পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছ। বাংলাদেশের মাটিতে ভোটের অধিকারের জন্য দেশের মানুষ দীর্ঘ ২০ বছর ধরে অপেক্ষায় ছিল, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় করে সেই ভোট ও গণতন্ত্র প্রতিষ্ঠাসহ রাজনৈতিক স্বাভাবিক অবস্থায় দিয়েছে ছাত্র সমাজ। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
বুধবার (২ এপ্রিল) দুপুরে নাটোর রাজবাড়ীতে পাবলিকিয়ান স্টুডেন্টস কমিউনিটি অব নাটোর (পিএসসিএন) আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজকে নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই নির্বাচনকে কালক্ষেপণের মাধ্যমে পিছিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মাঝে অবিশ্বাসের সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই এই বৈষম্য বিরোধীদের ছাত্রদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, আগামী দিনে যদি গণতন্ত্র ও ভোট নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে ছাত্র সমাজের কাছে অনুরোধ থাকবে তোমরা তার মোকাবেলা করবে। কারণ তোমাদের রক্তের বিনিময়ে এই অর্জন। এই অর্জন যাতে বৃথা না যায় কেউ অন্য খাতে ব্যবহার না করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, পিএসসিএনের সভাপতি শাকিবুল হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্র নেতা জনি প্রামাণিক প্রমুখ।
এর আগে সকালে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) আয়োজিত মেধাবীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, নাটোরে গত ১৫ বছরে কোন উন্নয়ন হয়নি। ফ্যাসিবাদি সরকারের বিনা ভোটের এমপিরা নাটোরকে শোষণ করে গিয়েছে। দুর্নীতি লুটপাট করে গিলে খেয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে নাটোরের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। নাটোরে একটি পাবলিক ইউনিভার্সিটি করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, পুলিশের ডিআইজি (এটিইউ) এজেডএম নাফিউল ইসলাম, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবুল হায়াত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর আমিরুল ইসলাম কনক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বারী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।#