প্রবাসীর ভূমি জবর দখলের চেষ্টা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার ৪নং কাগাবালা ইউনিয়নের আমেরিকা প্রবাসী মো: বাবুল মিয়ার ভোগদখলীয় ভূমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে। ভূমির বিরোধ নিয়ে যে কোন সময় উভয় পক্ষে দাঙ্গা-হাঙ্গামাসহ আইন-শৃঙ্খলা বিঘœ হওয়ার আশংকা দেখা দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আমেরিকা প্রবাসী মো: বাবুল মিয়া ও তার আমমোক্তার সিরাজুল ইসলাম জানান- কাগাবালা মৌজার ৭ শতক ভূমি দলিল মূলে (জেএল নং-১২৮,স্থির এস.এ খতিয়ান নং- ৩২৪, আর.এস খতিয়ান নং- ১০১৪, এস.এ দাগ নং- ২৩২২, ইহাতে সাবেক ডোবা, বর্তমানে ভিট রকম ১৭ শতক এর মধ্যে ০৭ শতক খরিদা সম্পত্তি ভূমি ভোগদখল করে মুকি রোপন করেন। উক্ত ভূমি শাসন মিয়াগংরা তাদের মালিকানা ভূমি দাবী করে গত ১২ ফেব্রুয়ারী সকাল ৯ ঘটিকার দিকে লোকজন নিয়ে জবরদখলের চেষ্টা করেন। এ ঘটনায় উক্ত নিযুক্ত আমমোক্তার সিরাজুল ইসলাম বাদী হয়ে শাসন মিয়া (৫০), সরফ উদ্দিন (২৭), বিলাল মিয়া (৩৫),হেলাল মিয়া (২৮), মোজাহিদ মিয়া (৪০), সুজেল মিয়া (৩২), খেলা মিয়া (৪০), জয়নাল মিয়া (৪৫), কাজল মিয়া, দুলাল মিয়া (৩৫), মবশ্বির মিয়া (৩০), সুয়িল মিয়া (৫৮), জাহাঙ্গীর মিয়া (৩৫), আলমঙ্গীর মিয়া (২৯), রুবেল মিয়া (৩০), সেলিম মিয়া (৫০), আলী মিয়া (৩৫), রিয়াদ উদ্দিন (২৬), সুফল মিয়া (৪০)সহ আরো ৭/৮জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় (মামলা নং- ১৬/১৬, তারিখ :১২/০১/২০২৫ইং) দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। উক্ত ভূমি যাহাতে জোরে বলে বেআইনী ভাবে বেদখল করিতে না পারেন বা শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা সৃষ্টি করিতে না পারেন তদমর্মে মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতে ( মোকদ্দমা নং- ২৬২/২০২৪ইং (স্বত্ব) দাখিল করেন তিনি। বিজ্ঞ আদালত নালিশা তফসিল বর্ণিত ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। অপরদিকে- প্রতিপক্ষ মো: শাসন মিয়া মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে বাদী হয়ে হাজী সুফল মিয়া ও সিরাজুল ইসলাম-কে আসামী করে (পিটিশন মামলা নং-১৮৭/২০২৪ইং, (সদর) দায়ের করেন। বিজ্ঞ আদালত নালিশা ভূমি দখল ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে পক্ষদ্বয়কে সরেজমিন নোটিশ প্রেরণ করেন। পক্ষদ্বয়গণের বিজ্ঞ আদালতে পৃথক পৃথক দায়েরকৃত উভয় মামলায় নালিশা তফসিল বর্ণিত ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করা হলেও তা অমান্য করেন। ভুক্তভোগী সিরাজুল ইসলাম আরো জানান- শাসন মিয়া কাগাবালা ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ও মৌলভীবাজার মডেল থানায় দায়েরকৃত বৈষম্য বিরোধী মামলার ১৮নং এজাহারভুক্ত (মামলা নং- ২৯/৩৫৫, তারিখ : ২৫/১১/২০২৫ইং, আসামী। দীর্ঘদিন যাবত এলাকার একজন আইনজীবি সহকারীর মাধ্যমে বিভিন্ন নিরহ লোকজনদের মামলা-হামলায় জড়িত করে হয়রানী করছেন। শাসন মিয়া এক সময়ের আওয়ামীলীগের দুরদর্শ হাতিয়ার ছিলো। বর্তমানে শাসন মিয়া ও তার ছেলে শরফ উদ্দিন জামাতের লোক পরিচয়ে এলাকায় অস্থিতিশীলতা করে তুলছে।