সাঁথিয়ার কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সরকারী স্কুলের গাছ বিক্রির অভিযোগ

পাবনার সাঁথিয়ায় বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সরকারী গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে খালইভরা সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, উপজেলার খালইভরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি আম গাছ ও পাকড় গাছ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কেটে বিক্রির করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। বিষয়টি সাংবাদিকরা জানার পর বিক্রি করা গাছের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ঘুরছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, বিধিবহির্ভুত কিনা জানা নেই। উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ আমাকে অনুমতি দেয়ায় গাছ কেটেছি।
অনুমতি দেয়ার বিষয়ে সাঁথিয়া উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহ বলেন, আমি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গাছ কাটতে বলেছি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, আমার কাছে কোন অনুমতি নেয়া হয়নি। তবে ওনারা আজ এসেছেন । বিধি মোতাবেক আমি তাদেরকে বন বিভাগে আবেদন দিতে বলেছি।
সাঁথিয়া বনবিভাগের কর্মকর্তা শফিউজ্জামান বলেন, আমাদের নিকট কেউ আসেনি। আমরা কাউকে গাছ কাটা বা বিক্রির অনুমিত দেই নাই।