সিটি কলেজ পাবনার গভর্নিং বডির নবাগত সভাপতি পাবলিক প্রসিকিউটর ( পিপি) এডঃ আব্দুস সামাদ খান রতন বলেছেন, শিক্ষার্থীদেরকে মানবিক করে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সোনার মানুষ প্রয়োজন। সেই সোনার মানুষ তৈরীতে শিক্ষকগনের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। পাঠ্য বই শিখানোর পাশাপাশি শিক্ষার্থীদেরকে মানবিক করে গড়ে তুলতে হবে। ৭ সেপ্টেম্বর বেলা ১ টায় কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত কলেজ গভর্নিং বডির নবাগত সভাপতির সাথে কলেজের শিক্ষকগনের অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি ( নবাগত সভাপতি) উপরোক্ত কথা গুলো বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ সুজন মাহমুদ। অনুষ্ঠানে বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, কলেজের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক শাহিনুর ইসলাম ও সহকারী অধ্যাপক সাবেরা সুলতানা ( গণিত)। অনুষ্ঠানে গভনিং বডির সদস্য আলহাজ্ব এডঃ মীর্জা আজিজুর রহমান, সর্ব সহকারী অধ্যাপক রেজাউল করিম ( ব্যবস্থাপনা) , নাজিম উদ্দিন ( হিসাব বিজ্ঞান), ফারহানা হোসেন ( কম্পিউটার শিক্ষা), আনোয়ার হোসেন ( রসায়ন) , হেলেনা খাতুন (জীব বিদ্যা), মঞ্জুরুল হক ( দর্শন), সাইফুল ইসলাম ( সমাজ বিজ্ঞান), তোফাজ্জল হোসেন পরিসংখ্যান), মোঃ শিহাবুদ্দীন ( ইস: ইতিহাস), মোখতার হোসেন ( ইতিহাস), রফি আহম্মদ খান ( মার্কেটিং), মোঃ আশরাফুজ্জামান ( সাচিবিক বিদ্যা), খতিব মাহবুবুর রহমান ( কৃষি শিক্ষা) এবং শফিকুল ইসলাম ( মনোবিজ্ঞান) ,প্রভাষক হাসান ফেরদৌস ( ইংরেজি), সায়মা খাতুন ( বাংলা) ও দিলনাহার আফরোজ ( ভূগোল), শিক্ষক প্রতিনিধি প্রভাষক বাকি বিলাহ খান, শরীর চর্চা শিক্ষক মুজ্বুর রহমান খা, প্রদর্শক শিক্ষক রাজিয়া সুলতানা ,ডিগ্রী শ্রেণীর প্রভাষক আব্দুল আলীম ( ইসলামী শিক্ষা),মোঃ আলীমুজ্জামান ( দর্শন), শাজাহান আলী ( বাংলা), অফিস সহকারী আব্দুল দাইয়ান, হিসাব সহকারী জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোঃ ছানাউলাহ ( ইসলাী শিক্ষা)।