লালমনিরহাট রেলবাজারে দোকান চুরি থানায় অভিযোগ আতংকে ব্যবসায়ীরা

লালমনিরহাট শহরে চোরের উপদ্রব বেড়েছে। শহরের রেল বাজারে একরাতে ঝরনা প্রেস সহ বিকাশের দোকান নগদ টাকা ও মোবাইলসহ কয়েক লক্ষ টাকাসহ মোবাইল চুরি হয়েছে। এঘটনায় সদর থানায় দুই ব্যবসায়ী অভিযোগ দায়ের করছেন। সরেজমিনে যেয়ে দেখা গেছে, রেলওয়ের সিগনাল ও পাওয়ার হাউজ সাইড দিয়ে ওয়াল পার হয়ে চোরের দোকান চুরি করেছে। সিগনাল সাইডে রেলওয়ের সিসি ক্যামেরা থাকলে কারেন্টের লাইট না থাকায় চোরের ছবি দেখা গেলেও কালো আধার থাকায় চোরকে সনাক্ত করা যাচ্ছেনা। ওইদিকে রেলওয়ের জিআরপি থানার টহল থাকার কথা থাকলেও তা নেই। লাইট আর পুলিশের টহল না থাকায় সিগনাল ও পাওয়ার হাউজ সাইড দিয়ে ওয়াল পার হয়ে চোরেরা নিত্যদিন দোকান পাট চুরি করছে। ফলে ব্যবসায়ীরা আতংকে রয়েছে। এব্যাপারে রেলওয়ে এক কর্মকর্তা জানান বিষয়টি জানা না থাকায় লাইটের ব্যবস্থা করা হয়নি। তবে জরুরী ভাবে দেখা হবে। সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রমজান আলী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, চোর শনাক্তের চেষ্টা করা হচ্ছে।এদিকে পরপর কয়েকদিনের ব্যবধানে বৈশাখী টেলিভিশনের সাংবাদিক লিটনের বাসা ও চুরি হয়েছে। লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজো চোরকে শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ সুপার জানান, বিষয়টি জানা আছে তবে চোর শনাক্তের চেষ্টা চলছে।