চলনবিলের তাড়াশে প্লাবন ভুমিতে পোনা মাছ অবমুক্ত

সিরাজগঞ্জের চলনবিলের তাড়াশে প্লাবন ভুমিতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে তাড়াশ উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে দিঘী সগুনা প্লাবন ভুমিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। মিশ্র জাতের রুই, কাতল ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের ৩৭০কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: ওবায়দুল্লাহ, রাজশাহী মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক রাজশাহী মোক্তাদির খান, মৎস্য জরিপ কর্মকতা সিরাজগঞ্জ শরিফুল আলম, তাড়াশ থানা অফিচার্জ ইনচার্জ মাহবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ প্রমুখ।