বগুড়ায় নতুন করে করোনায়আক্রান্ত ৫৮ জন, মৃত্যু ২

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় নতুন করে ৫৮ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত মোট ৬ হাজার ২৯০ জন। সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম ভিডিও বার্তার মাধ্যমে গতকালের ফলাফল হিসেবে এসব জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮৭ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ হাজার ১৪৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জন রোগী মারা গেছেন। এদের মধ্যে একজন নারী। বাড়ি বগুড়ার কাটনার পাড়ায়। অপরজন নাটোরের একজন পুরুষ রোগী। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু সংখ্যা ১৪৭ জন। ডা. ফারজানুল জানান, গত ২৪ ঘণ্টায় নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২২ টি। পরীক্ষা করা হয়েছে ৩১৮ টি। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৭ টি নমুনা পরীক্ষায় ৪০ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩১ টি নমুনা পরীক্ষায় ১৮ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ২৭, নারী ২৬ ও ৫ শিশু জন।