রাজশাহী মহানগরীতে ড্রেনে ভেসে উঠা টাকা কুড়িয়েছেন সাধারন নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ। টাকা ভাসতে দেখে ড্রেনের ময়লা পানিতে নেমেও অনেকে টাকা কুড়ান। এ দৃশ্য দেখে স্থানীয়রা ও পথচারীরা সেখানে ভিড় জমান। মানুষ কুড়িয়ে পান ৫০০ টাকার নোট, কেউ পাচ্ছেন ১০০ টাকা, কেউ পাচ্ছেন ২০, ১০ কিংবা ৫ টাকার নোট। ঘটনাটি ঘটছে রাজশাহী রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনে। এসময় টাকা পাওয়া লোকের সংখ্যা খুব কম। বেশিরভাগই ছিল উৎসুক জনতা। তবে ড্রেনে ভেসে যাওয়া টাকাগুলো রাজশাহী সড়ক পরিবহন গ্রæপের। সেগুলো পুরনো কাগজপত্রের ভেতর ছিল। শনিবার দুপুরে সেখান থেকেই কাগজপত্রের সঙ্গে খেয়াল না করে টাকাগুলোও ফেলে দেয়া হয়েছিল বলে সড়ক পরিবহন গ্রæপের সাধারণ সম্পাদক মতিউল টিটো জানান। তিনি বলেন, কাগজগুলো ২০১০ সালের আগের। এবং পোড়ানোর উপায় ছিল না তাই ড্রেনে ফেলে দেয়া হয়। এব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে ছুটে যান। এবং প্রথমে টাকা গুলো কোথায় থেকে এলো তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে রাজশাহী সড়ক পরিবহন গ্রæপের সাধারণ সম্পাদক মতিউল টিটোর মাধ্যমে এর রহস্য খুজে পাওয়া যায়।