আধুনিক দাস

আমাদের আর পৃথিবীর অনেক দেশ ও সমাজের ঘরে ঘরে,
অসংখ্য গ্রাম নগর ও বস্তির দিকে দিকে অসহায় ক্লান্ত মানুষরা,
অর্থের অভাবে একবেলা খেয়ে না খেয়ে জীবন করছে যাপন ক্ষুধায় বিপন্ন।
কোটি কোটি মানুষ অভাব অনাহারে আছে কি যে ব্যথার যন্ত্রাণা।
কতো মানুষ পেটের ক্ষুধায় বিক্রি করছে আর্দশ নীতি বোধ ও সম্মান।
কখনো দরুদ্র ক্ষুধায় যন্ত্রণায় যৌবন বিক্রি করছে অসংখ্য যুবতী!
এভাবেই স্বাস্থ্যহীন নোংরা পরিবেশে গড়ে উঠছে অসহায় জীবনের প্রেম প্রীতি,
সাথে বেড়ে উঠছে তাদের উত্তরসূরী নব নব বিক্ষিপ্ত আগামীর নতুন প্রাণ নিয়তি,
সন্ত্রাসীরা চোখ রাঙিয়ে গরীবের কুঠিরে প্রবেশ করছে,
পৃথিবীর মানবতা যেন অন্যায় ও অবিচারের হাতে বন্দি আগে ও পিছে।
অন্ন বস্ত্র আর চিকিৎসার জন্য পথে পথে কতো ক্ষুধার্ত জনতা,
এরাই হয়তো নতুন শতাব্দীর বেদনাবিধুঁর আধুনিক দাস যত।
মুহূর্তে পেটের জ্বালায় বিত্তবানরা কিনে নিচ্ছে তাদের দেহ মন যৌবন হৃদয়ের কামনা বাসনা ও স্বপ্ন আশার।
অর্থেই যেন বেচা কিনা হচ্ছে তাদের জীবন যৌবন মন
আর কালো টাকার মালিকদের কত রং কত স্টাইল ঢং ও জন।
কতো বিলাস অভিনয় করে ভোগ করছে অসহায়দের জীবন রস সুর,
অহরহ নিজেরা রূপ পরিবর্তন করে খেলছে লুকোচুড়ি!
গরীব ও এতিমের বিবেককে বার বার করছে কিনার চেষ্টা
এ এক পুরনো দাস প্রথারই অন্যরূপ প্রকাশ তত্ত্ব কষ্ট!
অতীত সাদা মাদের মতোই নতুন শতকের রঙিন মদ,
নতুন রঙে নতুন বোতলে পূর্ব পণ্যের মিশ্রিত উপাদানে আধুনিক স্বাদ।
পান করছে মাতাল হচ্ছে একই নিয়ম শুধু লেবাস ভিন্ন
বিশ্ব আইনের ঘোমটার নীচেই যেন পৈশাচিক ক্রিয়ার আঁধার কর্মে প্রচীন জীর্ণ!
পুরনো দাসের নিয়মেই যেন পৃথিবীতে কাঁদে নতুন দাস
আধুনিক দাস প্রথার এক বিপন্ন জীবন সংসারে ত্রাস।