কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় খালে নিখোঁজের দুই দিন পর বকুল মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উব্দাখালী নদীতে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বকুল উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত-খোকনের ছেলে। সে পেশায় একজন দিনমজুর।
স্থানীয়রা জানান, বকুল শুক্রবার রাত ১১টার দিকে কাজ শেষে কলমাকান্দা বাজার থেকে
বাড়ির উদ্যোশ্যে রওনা দেয়। পথে চান্দুয়াইল গ্রাম সংলগ্ন জিয়া খালটি সাঁতার কেটে পাড়ি দেওয়ার চেষ্ঠা করলে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান পায়নি। শনিবার সকালে ময়মনসিংহ ফায়ার
সার্ভিসের একটি ডুবুরি দল চার ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। তারপরও বকুলের সন্ধ্যান পাওয়া যায়নি। পরে রোববার সকাল সাড়ে ৯টার দিকে উব্দাখালী নদীতে ভাসমান অবস্থায় বকুলের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই
মরদেহ উদ্ধার করেন।
কলমাকান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার আব্দুল কাদির জানান, আমরা শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে খবর দেই। তারা শনিবার সকাল সাড়ে ৯টা থেকে চার ঘণ্টা অভিযান চালিয়েও তার
সন্ধ্যান পাওয়া যায়নি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, রোববার সকালে উব্দাখালী নদীতে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।