দুর্গাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষেআলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নির্মলেন্দু সরকার বাবুল,দুর্গাপুর,নেত্রকোনা
জেলার দুর্গাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাস ব্যপি কার্যক্রমের আলোকে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শনিবার এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে ‘‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ’’ নিয়ে একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায়, অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, উস্তাদ তপন কুমার দাস প্রমুখ। আলোচনা শেষে একাডেমির শিল্পীগন বঙ্গবন্ধুকে নিয়ে সঙ্গীত, দেশের গানের উপর নাচ ও বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তি পরিবেশন করেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর একটি আদর্শের নাম। বঙ্গবন্ধুর জীবনাদর্শ থেকে আমাদের অনেক কিছুরই শিক্ষা গ্রহন করতে হবে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা করতে সকলকে আহবান জানান।