ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ক্ষমতায় এলে মার্কিনিদের জন্য সবচেয়ে খারাপ দুঃস্বপ্নের মতো হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মলেনে ট্রাম্প এমনটি বলেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কর্মীদের বিক্রি করে দিয়েছে ডেমোক্র্যাটরা। যদি বাইডেন ক্ষমতায় আসে তাহলে এটি হবে দুঃস্বপ্নের মতো।
ট্রাম্প অভিযোগ করেন যে, গত অর্ধ-শতাব্দী ধরে ওয়াশিংটনে বসে বাইডেন যুক্তরাষ্ট্রের কর্মীদের কাজ কেড়ে নিচ্ছেন এবং অন্য দেশের নাগরিকদের আমাদের কাজ দিয়ে দিচ্ছেন। সে হতে পারে আপনাদের জন্য সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।