দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন করেছে নদী তীরবর্তী মানুষগুলো।

বৃহস্পতিবার দুপুরে কুল্লাগড়া ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল, কলেজের শিক্ষার্থীরাসহ এলাকাবাসী অংশ
নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সোমেশ্বরী নদীর তীব্র ভাঙ্গনে কুল্লাগড়া উনিয়নের বহেরতলী এলাকা থেকে শুরু বিজয়পুর পর্যন্ত তিন কিলোমিটার অংশে নদীভাঙন শুরু হয়েছে। তবে গত দুই দিনে তা তীব্র আকার ধারণ করেছে।

প্রতিবছরই নদীতে চলে যাচ্ছে বাড়ি ও ফসলি জমি। তবু ব্যবস্থা নেওয়া হচ্ছে না।নদী ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত কার্যকরী ব্যবস্থা
গ্রহনের দাবী জানান নদী তীরবর্তী মানুষগুলো।

এদিকে বৃহস্পতিবার বিকেলেই ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে আসেন জেলাপ্রশাসক মো. আবদুর রহমান।নদী ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস দেন তিনি।