সাইনগর কবরস্থানের ৪০/৫০টি মূল্যবান গাছ ঈদের ছুটিতে কেটে বিক্রি-কবরবাসির স্বজনদের বিচার দাবি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ সাইনগর কবরস্থানের আনুমানিক এক লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের ৪০/৫০টি মূল্যবান গাছ ঈদের ছুটিতে কেটে বিক্রি করার প্রতিবাদে কবরবাসির স্বজননেরা বিচার দাবি করেছে।

উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাইনগর গ্রামের কবরস্থানের আনুমানিক এক লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের ৪০/৫০টি মূল্যবান গাছ ঈদের ছুটিতে কেটে বিক্রি করায় কবরবাসীর স্বজন হাসিম উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন। সরেজমিনে গেলে হাসিম উদ্দিন, আব্দুল খালেক, মোসলেম উদ্দিন, জমিউল ইসলাম, মোসলেম-২ সহ অনেকে জানান, প্রভাবশালী নেতা প্রাক্তন ইউপি চেয়ারম্যান নাসিরুল ইসলামের নেতৃত্বে হোসেন আলী কানু ও সফিকুল ইসলাম সাইনগর গ্রামের কবরস্থানের আনুমানিক এক লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের ৪০/৫০টি মূল্যবান গাছ ঈদের ছুটিতে কেটে বিক্রি করেছে।

কবরবাসির স্বজনেরা বলেন, গত ৫ আগষ্ট কাহারোল উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করা হলেও গত ১০ দিনেও ঘটনাস্থল তদন্ত করা হয়নি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দিন, আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম মাষ্টার ও সাধারন সম্পাদক মোঃ হামিসদুল ইসলাম ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ জরুরী ভিত্তিতে ঘটনার তদন্ত করে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইন মোতাবেক দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবি জানান।