চলে গেলেন শিক্ষক ও সাহিত্যিক আবুল কালাম আজাদ

পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ শুক্রবার সকাল ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তাঁর জন্মস্থান পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাঁন্দাই গ্রামে। তাঁর পিতা- আব্দুস সামাদ এবং মাতা- মোছাঃ ছাহেরা খাতুন। দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি মা, চার ভাই, স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি শিক্ষকতার পাশাপাশি একজন কবি ও সাহিত্যিক ছিলেন। তাঁর সাহিত্যিক নাম আজাদ এহতেশাম। তাঁর বই সমূহ হলো-

গল্পগ্রন্থ : শেয়ালের বিচার, মানুষ খেকো খেয়াঘাট, দুই আঙিনা

প্রবন্ধগ্রন্থ : ওমর আলীর জীবন ও সাহিত্য কর্ম।

তাঁর মৃত্যুতে পাবনার সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, বন্ধুমহলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।