ঈশ্বরদীর টিপু সুলতান রোডের বেহাল অবস্থা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী পৌরসভাধীন রেলগেট হতে ঈশ্বরদী ইপিজেডে যাতায়াতের প্রধান সড়ক টিপু সুলতান রোড। সারাবছরই এই সড়কে পাকশী- ঈশ্বরদীর মধ্যে সাধারণ মানুষ ও সকল ধরণের যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। ধারণমতার চেয়ে অতিরিক্ত ওজনের ভারী যানবাহনের অবাধ চলাচলের কারণেই সড়কটি বারবার ভেঙ্গে যাচ্ছে। বর্ষায় ভাঙাচোরা অংশে পানি জমে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সম্প্রতি এই রাস্তা ঘেঁষে পুরোতন পাইলট লাইন উপড়ে ফেলে রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য নতুন রেললাইন স্থাপন কাজ শুরু হলে রাস্তার বিভিন্ন স্থানে আরেক দফা ভেঙে পড়ে। রেল কর্তৃপ ভাঙা রাস্তা সংস্কার করে দেওয়ার অঙ্গীকার করেছে। কিন্তু রেলপথের কাজ শেষ না হওয়ায় সংস্কারের কোনো উদ্যোগ নেওয়ার খবর পাওয়া যায়নি। ফলে বেহাল এই রাস্তায় চলাচল করতে যেয়ে সাধারণ মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু জানান, পৌরসভার পক্ষ হতে রেলওয়েকে একটি চিঠি দেওয়া হয়েছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল আওয়াল বলেন, এই রাস্তা সংস্কারে কোনো বাজেট রাখা হয়নি। এ রাস্তার ধারণমতা অনধিক ২০ টন ওজন। অথচ  রাস্তায় প্রতিদিন ৪০-৫০ টন বালুবাহী ড্রাম ট্রাক চলাচল করে। ফলে রাস্তাটি নির্ধারিত সময়ের আগেই ভেঙে গেছে।