বীরগঞ্জে পুলিশের এএসআই ও ব্যাংকের অফিস সহায়ক সহ আরো ১০ জনের করোনা পজিটিভ

বীরগঞ্জে উপজেলায় নতুন করে থানা পুলিশের এএসআই ও ব্যাংকের অফিস সহায়ক সহ ২’দিনে আরো ১০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহম্মদ মহসীন সাংবাদিকদের জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরে টিপিসি আর ল্যাব হতে শুক্রবার ও শনিবার রাতে নতুন করে ১০ জনের রোগীর করোনা পজিটিভ এসেছে। এনিয়ে এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬৪ জন। তার মধ্যে ৩৭ জন সুস্থ ও একজন পুলিশ সদস্য সহ ২’জনের মৃত্যু হয়েছে।

বীরগঞ্জে নুতন করোনা শনাক্ত ব্যাক্তি হলেন পুলিশের এএসআই (৩০), অগ্রণী ব্যাংকের অফিস সহায়ক (৩১), পৌরসভার ৭ নং ওয়ার্ডের একজন মহিলা (১৮), সুজালপুর গ্রামের চার জনের মধ্যে তিনজন পুরুষ (৪৫), একজন মহিলা (৭০), মাকরাই গ্রামের একজন পুরুষ (৪৩), আর্দশ পাড়ার একজন মহিলা (২৬) ও পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের একজন পুরুষ (৩৬) বছর বয়সী।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহম্মদ মহসীন সাংবাদিকদের মাধ্যমে জানান, উপজেলা বাসীকে আরও সতর্কতার সহিত চলাচল হবে।