স্বপ্নের জাদুকর

আমি হতে চাই সেই স্বপ্নের জাদুকর
যার হাতে থাকবে আলাদিনের আশ্চর্য চেরাগ ।
কিংবা সোনার কাঠি রুপোর কাঠি
যার ছোঁয়াতে বিশ্ব বিবেকের,
চেতনা জাগ্রত হবে।
যুদ্ধ যুদ্ধ খেলা থেমে যাবে, সেই জাদুর স্পর্শে।
পারমাণবিক বোমার দাপটে যেন আর কোন হিরোশিমা , নাগাসাকির পরিণতি না হয়
আইলান, ওমরানের সুন্দর খেলাঘর
বেঁচে থাকার নিস্পাপ আর্তনাদ,
ফিরিয়ে দিব আমি জাদুর স্পর্শে।
বাবার হাত ধরে মায়ের কোলে ফিরিয়ে দিব আমি আগামী সুন্দর বাসযোগ্য পৃথিবীতে।
সেখানে কোনো গৃহহারা আইলান
অভিবাসী হতে পাড়ি জমাবেনা ভূমধ্যসাগরে,
সলিল সমাধির, পরিণতি মেনে নিতে।
যাদুর স্পর্শে ফোটাবো আমি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বসরাই গোলাপ।
আমি ফিরিয়ে দেব তোমাদের পাখিডাকা সোনালী ভোর।
আমি স্বপ্নের পাখি হয়ে উড়ে যাব দেশে দেশে শান্তির পতাকা হাতে।
গাহিব গান সমস্বরে
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।