দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্দা চৌরাস্তা বাজারে শনিবার উদ্বোধন হলো পথ পাঠাগার এর দ্বিতীয় শাখা।
আলোকিত মানুষ রিক্সাচালক তারা মিয়া ফিতা কেটে এই শাখা উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা নাজমুল হুদা সারোয়ার,মামুন রণবীর,কবি শাওন হাসান,মাসুদ রানা,সাংবাদিক রাজেশ গৌড়,মোঃআশরাফুল ইসলাম,অমল সাংমা,ডাঃ এম এ সিদ্দিক সহ অনেকে।
উদ্বোধন লগ্নে তারা মিয়া পথ পাঠাগারের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বলেন,নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে পথ পাঠাগার ভূমিকা রাখবে। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল হুদা সারোয়ার বলেন, জ্ঞানের উৎকর্ষ সাধনে পথ পাঠাগার প্রতিনিয়ত কাজ করছে। মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে বই পাঠের বিকল্প নেই। আমরা ক্রমান্বয়ে ছড়িয়ে যাবো সারাদেশে।
সম্প্রতি সুসঙ্গ দুর্গাপুরে শাখা স্থাপনের মাধ্যমে পথ পাঠাগার যাত্রা শুরু করে। এটি সকল শ্রেণীর পাঠককে বই পাঠে আগ্রহী করে তুলতে বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করেছে।