নাটোর প্রতিনিধি
বাংলাদেশের সাফল্যে ভারত গর্ববোধ করে উল্লেখ করে এদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাক্সগুলী দাস বলেছেন,ভারত -বাংলাদেশের স¤পর্ক একই সংস্কৃতি,ভাঁষা ও ইতিহাসের মেল বন্ধনে আবদ্ধ এবং উন্নয়নের পথের সহযাত্রী।
তিনি বলেন,ভারত বাংলাদেশের বিশ্বস্ত সঙ্গী।৭১ থেকে আজ অবধি ভারত বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে ছিল আগামিতেও থাকবে।
সোমবার দুপুরে ভারত সরকারের অর্থায়নে নির্মিত নাটোর শহরের লালবাজার এলাকার জয়কালীবাড়ি মন্দিরের পূনঃনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন রিভা গাক্সগুলী দাস।মন্দির কমিটির পক্ষে নাটোর থেকে পূরো অনুষ্ঠান সঞ্চালনা ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে সাথে নিয়ে সরাসরি উদ্বোধনে অংশ নেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি।
এসময় অনলাইনে আরো সংযুক্ত হন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পলক বলেন,ভারত শুধু বিস্বস্ত বন্ধুই নয় বাংলাদেশের উন্নয়ন সহযোগীও। ভারত সরকার বাংলাদেশের আইসিটি খাতে অনেক বিনিয়োগ করেছে।
অনুষ্ঠানে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল মুক্তিযুদ্ধ কালীন সময়ে ভারত সরকারের সহযোগিতার প্রশসংসা করে বলেন,সেই থেকে ভারত বাংলাদের পাশে অকৃত্রিম বন্ধু হয়ে আছে।
৯৭ লাখ টাকা ব্যয়ে ভারত সরকারের অর্থায়নে মন্দিরটি পূনঃনির্মাণ করা হয়।