শিমুল,দিনাজপুর প্রতিনিধি :
মেডিকেল টেকনোলজিষ্টদের পেশাজীবি সংগঠন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ রবিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ। পরে সংগঠনের কার্য্যালয়ে সভাপতি তানভির চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন,আমাদের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর এ শুভক্ষনে আমরা আমাদের সংগঠনের ৮ম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন এবং তাকে স্মরন করছি। তারা আরো বলেন,এই মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজো আমরা পরাধিনতার শৃংখল ভেঙ্গে স্বাধীনতা অর্জন করতে পারতাম না,নিষ্পেষিত হতাম পাকিস্থানী হানাদার দোষরদের নির্মম নির্যাতন নিপিড়নে। আমরা আজ ধন্য বাঙ্গালী জাতির পিতার আন্দোলন সংগ্রামের কল্যানে নিজস্ব একটি স্বাধীন দেশ-জাতি ও স্বাধীনতা পেয়েছি।
সভায় বক্তব্য রাখেন,বিএমটিএ‘র দিনাজপুর শাখার সভাপতি গোপেশ চন্দ্র সরকার, দিনাজপুর বিএমটিপি‘র সাংগঠনিক সম্পাদক মো: আতিকুর রহমান আতিক,প্রচার সম্পাদক মো: দুলাল হোসেন,সদস্য মো: বেলাল হোসেন, মো: রেজাউল করিম প্রমুখ।
এছাড়াও তারা পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: শিবেস সরকার ও হাসপাতালের পরিচালক ডা: নির্মল চন্দ্র,সহকারী পরিচালক প্রশাসন ডা: নজমুল ইসলামের হাতে শুভেচ্ছা কার্ড তুলে দেন।