গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যুবলীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী ও বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ৫ নং দহবন্দ ইউনিয়ন যুবলীগ’র সভাপতি শামীম পারভেজ সরদারের আয়োজনে ও তার ব্যক্তিগত উদ্যোগে বন্যা কবলিত বানভাসি পরিবারদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এর আগে উত্তর ধুমাইটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ালীগের যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান লিটু, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম রানা, ৫ নং দহবন্দ ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানা মুরাদ প্রমূখ। পরে নৌকায় করে ৫০০ জন বানভাসি মানুষের মাঝে এসব খাদ্য বিতরণ করা হয়। ৫ নং দহবন্দ ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম পারভেজ সরদার জানান, মুজিব বর্ষ উদযাপন তার ইউনিয়নের সকল স্কুল, মাদ্রাসা ও এতিমখানায় গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। তিনি আরও জানান, প্রতি বছরেরর ন্যায় এবার তিনি তার এলাকার বন্যা কবলিতদের জন্য খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন এবং যতদিন পর্যন্ত বন্যার পানি কমে না যায়, ততদিন পর্যন্ত তার এই কার্যক্রম অব্যাহত থাকবে।