ভারতীয়দের প্রতি আক্রমণ শোয়েব আখতারের জন্য নতুন কিছু নয়। এবার আক্রমণ করলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। দাবি করলেন, আইপিএল মাঠে গড়ানোর জন্যই বিশ্বকাপ পিছাতে বাধ্য করেছে তারা।
ইউটিউব শো ‘জিও ক্রিকেট’-এ কথোপকথনে শোয়েব এসবের পেছনে ইঙ্গিত দিলেন ভারতীয় বোর্ডের প্রভাব খাটানোর দিকে, ‘এশিয়া কাপ অবশ্যই হওয়া উচিত ছিল। ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার দারুণ সুযোগ ছিল এটি। এর পেছনে অনেক কারণ আছে। এসব বিস্তারিত বলতে চাই না। টি-টোয়েন্টি বিশ্বকাপও হওয়া উচিত ছিল। কিন্তু আমি আগেই বলেছি, তারা এটা হতে দেবে না। আইপিএলের ক্ষতি করা যাবে না, বিশ্বকাপ গোল্লায় যাক।’
অস্ট্রেলিয়ানরা ভারতের কথায় চলে বলেও শোয়েবের অভিযোগ। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে ‘বানর’ বলার অভিযোগ ওঠার পরও হরভজন সিং পার পেয়ে গিয়েছিলেন, সেই ঘটনাও তুলে আনলেন শোয়েব, ‘কখনো তারা (ভারত) মেলবোর্নে সহজ উইকেট পায়। কখনো তারা আরেকজনকে বানর ডেকেও পার পেয়ে যায়, সিরিজ বয়কটের আলোচনা পর্যন্ত উঠে আসে।
আমি অস্ট্রেলিয়ানদের বলছি, কোথায় আপনাদের নৈতিকতা? বল ঘষার জন্য নিজেদের ছেলেদের কাঁদাতে পারেন, অথচ অন্যেরা বানর বললেও কিছু হয় না। তারা (ভারত) বলল সিরিজ খেলবে না আর আপনারা (অস্ট্রেলিয়ান বোর্ড) বলে দিলেন ওরকম কিছু (বর্ণবাদী আচরণ) হয়নি। এটাই আপনাদের নৈতিক ভিত্তি? স্ট্যাম্প মাইকে আপনারা শুনতে পাননি!’