গোতামারী বাজারের পানি নিস্কাসনের ড্রেন নির্মান কাজ চলছে

লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার গোতামার  ইউনিয়নের সাম্প্রতিক  কালের অবকাঠামো হাতে নিয়ে বাজার ব্যবসায়ীদের শুবিধালাভ পেয়ে যাচ্ছেন। ফলে এখন ব্যবসায়ীদের মুখ এখন দেখা যাচ্ছে রঙ্গিন মলিন। আর এ রঙ্গিন মসলিনের ফুল ফুটচ্ছেন গোতামারী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া। তিনি ব্যবসাীয়দের সুবিধার্তে বৃষ্টির পানি নিস্কাসনের জন্য চারিদিকে নির্মান করছেন ইউড্রেন।যা প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন প্রায়। আর নির্মাণ করছেন বিশাল এবা জারে সোলার ষষ্টিক ল্যাম্প।

জনসাধারনের চলাচলে ভাঙ্গা ব্রীজের কাজ।আরো নির্মান করছেন স্বাস্থ্য কমপ্লেেক্্র।এছাড়াও বাল্যবিয়ে, নারী নির্যাতন,মাদক ও চোরাচালান শুন্যের কোটায় আনার শেষ প্রান্তে পৌছে গেছেন। তিনি বলেন কিছু কুচক্রী মহল সুবিধা আদাযে ব্যর্থ হয়ে কাজ পিছিয়ে দিচ্ছেন। এব্যাপারে হাতিবান্ধা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম জানান,চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়ার দাবির ক্ষেত্রে সকল কাজ পুরন করা হয়েছে। আর এজন্য বরাদ্দ পাচ্ছে তার কাজর মান ভাল সুফল অর্জন করছেন। সামনে বাকি কাজটুকু বরাদ্দ ্আসলে ইউএনও স্যারকে তালিকা দেয়া হবে যাতে যথারিতি ভাবে কাজগুলো সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন বলেন, তার মাধ্যমে কাজের মান ভাল বিধায় তার কাজগুলো সম্পন্ন চেষ্টা চলছে।