স্বাধীনতা


শস্য শ্যামল সবুজে ভরা আমার মাতৃভূমি
অনেক কষ্টের বিনিময়ে পরাধীনতার
শৃংখল পেরিয়ে পাকহানাদার বাহিনীর
অত্যাচার হতে স্বাধীন করেছি জন্মভূমি।
কবিগুরুর ভাষায় বলতে হয়
আমার সোনার বাংলা ,আমার সোনার
বাংলা, আমি তোমায় ভালোবাসি।
যে জন্য করেছিনু স্বাধীন আমার সোনার বাংলা
বুক ভরা ছিল মোদের অনেক আশা
সোনার দেশের মানুষ হয়ে যাবে সোনা
সব আশাই হলো পরিণত গুঁড়েবালি
শুধু রইল একরাশ দুঃখ-বেদনা আর নিরাশা।
সবকিছুই ধুলিস্যাৎ করে দিল একদল দুষ্কৃতী
কপট দুর্নীতিবাজ সর্বনাশী ও সর্বনাশা।
স্বাধীনতার স্থপতি শেখ মুজিব বাজিয়ে বীণ
ডাক দিয়েছিলেন হুংকার মেরে রইবোনা পরাধীন ।
যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত হও
রক্ত দিয়েছি মোরা আরো দেব তবূও এ দেশ
স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর ডাক শুনি
কোটি কোটি মজলুম জনতার মুখের বাণী
কবুল করে নিলেন দয়াময় আল্লাহ।
করিল লড়াই মুক্তিযোদ্ধাগণ পুরো নয় মাস ধরে।
তিরিশ লাখ শহীদের রক্ত ,আড়াই লক্ষ
মা-বোনের ইজ্জতের বিনিময়ে পরাধীনতার
শৃংখল টুকরো টুকরো করে ফেললাম ছিরে।
নয় মাস ধরে যুদ্ধ করে কেউবা গেলাম গোরে
কেউবা ফিরলাম নীড়ে।
বাড়ি ফিরে দেখি সবকিছু পুড়ে হয়ে গেছে ছাই
দারা পরিবার আত্মীয়স্বজন কেউ বেঁচে নাই।
শুকরিয়া রবের ,তবুও পেয়েছি স্বাধীনতা
আজ নাহি মোদের আর পরাধীনতা।
তবুও কষ্ট এখন ,যখন অফিস-আদালতে যাই
এক টেবিল হতে আর একটিতে ফাইল পার হয় নাই।
কেন হয়নি পার একথা আমাদের সকলের জানা
সর্বত্রই হয়ে গেছে আজ দুর্নীতির আস্তানা।
আল্লাহ বলেন! অবৈধ পন্থায় উপার্জন হারাম
হারামের মধ্যে নাই কোন প্রকার আরাম ।