মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের নারী কাউন্সিলরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্রীল মন্তব্যকারী শ.ই সরকার জবলু (৫৫) তার অপরাধ স্বীকার করে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেছে। এবং তার নিজ ফেসবুক ( ঝধৎশধৎ লড়নষঁ)“সরকার জবলু” আইডি থেকেও সত্যের বিপরীতে এসব স্ট্যাটাস দেওয়ায় সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। লিখিত অঙ্গীকারনামায় তিনি লিখেন- আমি শ..ই. সরকার জবলু, পিতা- মৃত নুরুল ইসলাম সরকার, সাং-বননবিথি, আ/এ, ডাক ও জেলা মৌলভীবাজার। আমি ভুলবশত জাতীয় অন্ধকল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখা কতৃক পরিচালিত চক্ষু হাসপাতালে কর্মরত একজন কর্মকর্তাকে কেন্দ্র করে গত ১৫ জুলাই ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছি তা সঠিক নয়, আমি না জেনে না বুঝে কাউকে কিছু না বলে সত্যের বিপরীতে এই স্ট্যটাস দিয়েছি বিধায় তা প্রত্যাহার করে নিলাম। আমি এ ব্যপারে চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঐ কর্মকর্তা ভদ্র মহিলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি অঙ্গীকার করছি যে, ভবিষ্যতে আমি এ ধরনের অন্যায় আচরন আর করব না। করলে আইনত দন্ডনীয় হব।