কলমাকান্দায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিবন্ধি লোকজনের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,
বিশুদ্ধ পানি ভর্তি জেরিকেন, ব্লিচিং পাউডার বিতরণ ও যেসব টিউবওয়েল পানিতে
নিমজ্জিত হয়েছে সেসব টিউবওয়েলকে উঁচু করা হয়েছে। সোমবার সকাল থেকে শুরু
করে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব বিতরণ করা হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়নে
পানিবন্দি লোকজনের মধ্যে ৩২ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৩শ’ বোতল বিশুদ্ধ পানি
ভর্তি জেরিকেন ও ১শ’ কেজি ব্লিচিং পাউডার বিতরণ ও পানিতে নিমজ্জিত ৫০টি টিউবওয়েলকে উঁচু করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকেশৈলী মো. মেহেরাজ হোসেন, উপজেলা উপসহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নজরুল ইসলাম, বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান,
মেকানিক শামীম আহমেদ, শফিকুল ইসলাম, সি.সিটি সাদিকুল ইসলাম ও ভিএস ফজলু মিয়া প্রমূখ।