উজানের নদ-নদীর বয়ে আসা পানির কারণে দিনাজপুরে জেলার ৩টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে ফলে নদী তীরবর্তী নিমাঞ্চলের বসতবাড়ি প্লাবিত হয়েছে। ইতোমধ্যে আত্রাই নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।
আজ সোমবার সকাল থেকেই জেলা সদর ও বিরল উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত পূর্ণভবা নদীর শহর রক্ষা বাধ সংলগ্ন নিমাঞ্চলগুলো ও বিরল অংশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। এভাবে পানি বাড়তে থাকলে দিনের মধ্যেই পানি বিপদ
সীমা অতিক্রম করতে পারে বলে আশংকা করছেন পানি উন্নয়ন বোর্ড সংশ্লীষ্ট কর্মকর্তারা।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন জানান, জেলার প্রধান তিনটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। যদি উজানের পানি এবং বৃষ্টির পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে আজকের মধ্যেই (১৪ জুলাই) বিপৎসীমা অতিক্রম করবে।
তিনি আরো জানান, দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পুর্ণভবা নদীর পানি ৩৩ দশমিক ৫০ মিটার বিপৎসীমার বিপরীতে
বর্তমানে পানির স্তর রয়েছে ৩২ দশমিক ৬০ মিটার, আত্রাই নদীর পানি ৩৯ দশমিক ৬০ মিটারের বিপরীতে বর্তমানে ৩৯ দশমিক ৯৬ মিটার ও ইছামতি নদীর পানি ২৯ দশমিক ৯৫ মিটারের বিপরীতে ২৮ দশমিক ৯৮ মিটারে অবস্থান করছে। এছাড়াও জেলার অন্যান্য ছোট নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।