বগুড়ায় কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়ে নিজামউদ্দিন (২৯) নামের এক যুবক ও উপসর্গে দেলোয়ার হোসেন (৬৫) নামের এক ইটভাটা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিজামউদ্দিন নামে কসমেটিক্স ব্যবসায়ী ও সোমবার রাতে করোনা উপসর্গ নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হওয়ার পর ভোরে দেলোয়ার হোসেনের তার মৃত্যু হয়। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও খায়রুল বাসার মোমিন জানান, নিজামউদ্দিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় কসমেটিক্স ব্যবসা করতেন। তিনি শহরের জয়পুরপাড়া এলাকার বাসিন্দা। সে বগুড়া শহরের গত ৫ জুলাই টিএমএসএস এ নমুনা পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হন। মঙ্গলবার শারিরীক অবস্থার অবনতি হলে সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সকাল ৯টায় সে মারা যায়। অপরদিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সুত্রে জানা যায়, আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বসবাসকারি ভাটা ব্যবসায়ি দেলোয়ার হোসেন মারা যায়। তার নমুনা টেস্টের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। লাশ দুটি কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে দাফনের উপযোগী করে তাকে মহিমাগঞ্জে পাঠানোর ব্যবস্থা করা হয়।