বগুড়া জেলা পুলিশ অভিযান চালিয়ে চোরাই ৪টি ব্যাটারিচালিত ইজিবাইক ও ২টি মোটরসাইকেল উদ্ধারসহ ১১ জনকে আটক করেছে। এই চোরাই চক্রকে আটক করতে থানা পুলিশ শনিবার থেকে সোমবার রাত পর্যন্ত টানা তিন দিনের অভিযানে রংপুর, দিনাজপুর ও বগুড়া থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া এই চক্রের ১১ জন সদস্য হলো- বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়ার নান্নু (৩৭) ও সেলিনা (৩২), সদরের আটাপাড়ার শফিকুল (৪৯) ও চাঁদমুহা হরিপুরের হামিদ (৪৫), গাবতলীর চাকলার শাহাদাত (৩৯), কাহালুর শিকড়ের হান্নান (৪৬), দিনাজপুরের নবাবগঞ্জের হরিপুরের বাবু (৩৩) ও দিনাজপুর ঘোড়াঘাটের দামোদরপুরের সাখাওয়াত হোসেন (৩৭) এবং রংপুরের পীরগঞ্জের ধরলাকান্দির তসলিম (৩৫) ও মিঠাপুকুরের হেলাঞ্চার আনারুল (৪২)। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই গ্রেফতার হওয়া ব্যক্তিরা অভিনব কায়দায় চালকদের বোকা বানিয়ে গাড়ি চুরি করতো। তখন জেলা পুলিশের একটি দল বগুড়া, দিনাজপুর ও রংপুর তিন জেলায় অভিযান চালিয়ে গাড়িচোর চক্রের ১১ জন সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪টি ব্যাটারি চালিত ইজিবাইক ও ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতার হওয়া ওই ১১ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।