বগুড়া-১ আসনের উপ নির্বাচন পেছানোর দাবি বিএনপি প্রার্থীর

বগুড়া-১ আসনে জাতীয় সংসদ উপ নির্বাচনের তারিখ পেছানোর দাবী জানিয়েছেন বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন পেছানোর জন্য একটি আবেদন প্রদান করেন এবং পরে তিনি সাংবাদিকদের একথা জানিয়ে দেন। করোনা ও বন্যা পরিস্থিতিতে আগামী ১৪ জুলাই অনুষ্ঠিতব্য উপ নির্বাচনের তারিখ পেছানো না হলে এই নির্বাচনে বিএনপি অংশ নিবেনা বলেও তিনি জানান তিনি।বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির সাংবাদিকদের জানান, আগামী ১৪ জুলাই অনুষ্ঠিতব্য বগুড়া-১ আসন (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিগত দিনে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। মঙ্গলবার বগুড়া সিভিল সার্জনের তথ্য অনুসারে বগুড়া জেলায় কোভিড-১৯ প্রমাণিত রোগীর মোট সংখ্যা ৩৪৪৬ জন। এর মধ্যে নির্বাচনী এলাকা সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় ১৫২ জন। নির্বাচনী এলাকার বহু সংখ্যক করোনা রোগীর নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে।আগামী ১৪ জুলাই ভোট গ্রহণ করা হলে অধিকাংশ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে না এবং নির্বাচনী এলাকায় করোনা ভাইরাস আরও অতিমাত্রায় সংক্রমন হওয়ায় সম্ভাবনা রয়েছে। তাছাড়া বগুড়া জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নির্বাচনী এলাকা বন্যা কবলিত হওয়ায় বর্ষা মৌসুমে বাঙ্গালী ও যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় উভয় উপজেলায় আনুমানিক লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ কারণে নির্বাচনের তারিখ পিছানো প্রয়োজন। তা না হলে আগামী ১৪ জুলাই উপ নির্বাচনের ভোটে বিএনপি অংশ নিবে না। সাংবাদিকদের বিফ্রিংয়ে এসময় সারিয়াকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কাশেম, সোনাতলা বিএনপির আহ্বায়ক একেএম আহসান হাবীব রাজা ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল উপস্থিত ছিলেন।