দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল করোনাকালে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পিছিয়ে পড়তে দেয়া যাবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের জীবন-মান উন্নয়নে নিরলসভাবে কাজ করেছে।
৭ জুলাই ২০২০ মঙ্গলবার বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র নিজ অর্থায়নে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণকালে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল উপরোক্ত কথাগুলো বলেন। এসময় মেধাবী দুই শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করেন এমপি গোপাল।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. শাহিনুর আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. মুহিববুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী প্রমুখ।
পরে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে নন এমপিও ৪২৯ জন শিক্ষক-কর্মচারীদের মোট অনুদানের চেক হস্তান্তর, ৪ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন প্রদান, অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আর আয়োজনে খামারীদের মাঝে উপকরণ বিতরণ ও অনলাইন মার্কেটিং “খরাবংঃড়পশ গধৎশবঃরহম ২১৬” এর উদ্বোধন করেন মনোঞ্জরন শীল গোপাল এমপি।