রাজশাহীতে লাইফ সাপোর্টে এন্ড্রু কিশোর,দো’য়া চেয়েছে স্ত্রী

রাজশাহীতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে দেশের জনপ্রিয় কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর কুমারকে। প্রায় ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসা করেও ক্যানসার নির্মুল হয়নি প্রখ্যাত সংগীতশিল্পী এই এন্ড্রু কিশোরের। চিকিৎসক হাল ছেড়ে দেয়ায় ক্যানসার নিয়েই ফিরতে হয়েছে তাকে দেশে। বর্তমানে আছেন রাজশাহী মহানগরীর মহিষবাতান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাস ও দুলাভাই ডা.প্যাট্রিক বিপুলের বাসাতে। রোববার থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ট্রমা সেন্টার ক্লিনিকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এদিকে, এন্ড্রু কিশোরের জন্য প্রাণ খুলে দোয়া চেয়েছেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু। এন্ড্রু কিশোরের ফেসবুকে পেইজে দেয়া এক পোস্টে তিনি স্বামীর জন্য দোয়া চান। তিনি এন্ড্রু কিশোরের চিকিৎসা, দেশে ফেরা এবং বর্তমান শারীরিক অবস্থা নিয়ে লেখেন। আবেগঘন এই পোস্টে ভাল কোন খবর নেই। পোস্টটি পড়ে নিশ্চিত চোখের জল ঝরাচ্ছেন এন্ড্রু কিশোরের ভক্তরা। লিপিকা লেখেন, গত বছর ৯ সেপ্টেম্বর তারা সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে এন্ড্রু কিশোরের ক্যানসার ধরা পড়ে। তারপর কেমোথেরাপি ও রেডিওথেরাপি শেষ হয় এপ্রিল মাসে। চিকিৎসক বলেছিলেন, এখন আর কিছু দরকার নাই। ওষুধ দিয়ে বলেছিলেন, আগস্ট মাসে যেতে। তারা ১৩ মে দেশে আসার জন্য টিকেট কাটেন। কিন্তু কিশোর শারীরিকভাবে খুব দুর্বল ছিলেন। তাই ইতি টিকিট বাতিল করেন। চিকিৎসক বলেন, কেমোর জন্য এন্ড্রু কিশোর দুর্বল। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সময় লাগবে। পরে ১০ জুন তারা আবার টিকিট কাটেন। কিন্তু হঠাৎ ২ জুন কিশোরের হালকা জ্বর আসে। পরদিন রাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে। তাই ৪ জুন হাসপাতালে ভর্তি করেন চিকিৎসক। কিন্তু জ্বর বার বার আসতে থাকে। কোন ওষুধ তার শরীরে কাজ করছিল না। চিকিৎসক বলেছিলেন, ক্যানসার আবারও আসছে কিনা তা দেখতে হবে। পরীক্ষার পর দেখা যায় এন্ড্রু কিশোরের শরীরে সেটিই ঘটেছে।