অ্যান্টিবডি টেস্ট কিট দু-এক দিনেই জমা দেবে গণস্বাস্থ্য

করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্ট কিটের উন্নয়ন ও অ্যান্টিজেন টেস্ট কিটের ট্রায়াল শুরুর বিষয়ে গণস্বাস্থ্যের গবেষকদল বৈঠক করেছে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের সঙ্গে।

গতকাল রবিবার ওই বৈঠকের পর গণস্বাস্থ্যের গবেষক ড. বিজন শীল বলেন, ‘আমাদের আলোচনা খুবই সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক হয়েছে। তাঁরা আমাদের অ্যান্টিবডি কিটের কিছুটা উন্নয়ন ঘটিয়ে মান পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছেন। সে জন্য একটি গাইডলাইনও দিয়েছেন। ’

তিনি বলেন, ‘সে অনুসারে আগামী দু-এক দিনের মধ্যেই আইসিডিডিআরবিতে আমাদের কিট জমা দেব। আমরা এরই মধ্যে আগের চেয়ে কিছুটা উন্নততর কার্যকারিতা পেয়েছি নিজেদের পরীক্ষায়। এ ছাড়া অ্যান্টিজেন টেস্টের কিটের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে আমেরিকার একটি গাইডলাইন দিয়েছে। আমরা সেটিও পর্যালোচনা করে দেখে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেব।’

বৈঠকে গণস্বাস্থ্য কেন্দ্র, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও আইইডিসিআরের কয়েকজন বিশেষজ্ঞ ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।