বগুড়ায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন মো: জিয়াউল হক। রবিবার সকালে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদকে এক অনাড়ম্বর বিদায়ী শুভেচ্ছা জানানোর মাধ্যমে বগুড়ার জেলা প্রশাসক হিসেবে দাপ্তরিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জিয়াউল হক।
গত ২৫ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়ার সহকারী সচিব শেখ রাসেল স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে দেশব্যাপী ডিসিদের নতুন নিয়োগ আদেশ প্রদান করা হয়। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জিয়াউল হক কে বগুড়া জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এদিকে বগুড়ার সদ্য বিদায়ী ডিসি ফয়েজ আহাম্মদ পদোন্নতি পেয়েছেন যুগ্ম-সচিব হিসেবে, তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের
অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। মুঠোফোনে বগুড়ায় নব-যোগদানকৃত জেলা প্রশাসক জিয়াউল হকের সাথে কথা বললে তিনি জানান, বগুড়ার
আপামর জনসাধারণের কল্যাণে নিজের সর্বোচ্চ মেধা ও ত্যাগ দিয়ে তিনি কাজ করতে চান সেই লক্ষ্যে তিনি বগুড়াবাসী সকলের আন্তরিক
সহযোগিতা তিনি কামনা করেছেন।