এনামুল হক টগর
অন্যের ভুল ও দোষত্রুটি সমালোচনা না করে,
তোমার নিজের দেহের বাহিরে ও গভীরে গভীরে
সঠিক গবেষণা গোয়েন্দাগীরি ও নজরদারী করতে থাকো ধীরে ধীরে!
সব ধর্মের জীবন দর্শন ও সত্য চৈতন্যের মূলে নিজেকে চেনো!
ধ্যান সালাত তপস্যা ও সাধনায় আস্তে আস্তে নিজেকে জানো!
একখণ্ড পাথর সমুদ্রের বুকে ছেড়ে দিলে সে যেভাবে
পানির গহীনে গহীনে ডুবে যেতে থাকে-
আর কি যেন মূল্যবান ধন তালাস করতে থাকে যতনে যতনে গহীন আলোকে:
ঠিক তুমিও মনোযোগ আর একগ্রচিত্তে খুঁজতে থাকো নিজের দেহের ভেতরে বাহিরে ও গভীরে,
অন্তকরণের পরশ প্রেমে পরিভ্রমণ করতে থাকো নীরব আল্লাহর স্মরণে স্মরণে বিভোরে।
আদম দেহতো অন্ধকার ধাতু,মৃত্তিকার গভীরেইতো সব লুকানো মূল্যবান জ্যোতি ধন!
দৌলতের মহা-রাজ্য ও সম্পদের মহা-ভাণ্ডার মহা-রতন!
শয়তানতো অগ্নি,আমিত্ব ক্রোধে দাউ দাউ হিংসা বিদ্বেষে অহংকারী,
শুধু জ্বালায় পোড়ায় রক্ত ঝরায়,ধ্বংস আর ধ্বংস পাপ অপরাধে অঙ্গার।
কিন্তু মানব হৃদয়ে লুকায়ে আছে মহাত্মার পরম অংশ এক পবিত্র ও স্বচ্ছ নূর সম্মান,
যা ইলমে মারফতের অমূল্য মণিমুক্তা ও গোপন রত্ন আজানা ধন!
মহান রব অস্তিত্বের নির্দেশ সত্ত্বা ও সত্যজ্ঞান নিদর্শন!
অণু থেকে পরমাণু আবার পরমাণু থেকে বিভাজনে বিভাজন-
ইলোকট্রোন প্রটোন নিউটন তারপর বিভাজনে দেখো নব আলোর পজিটন!
এই পজিটনকে ভাঙলেই গুপ্ত আলোর দিব্য নয়ন!
ধ্যান ও নামাজ সাধনায় পবিত্র নফস হতে অপবিত্র
খান্নাস,শয়তান,ইবলিস,মরদুদ,খবিস ও খাবাসাকে
তারিয়ে হৃদয়কে করো পবিত্র!
নিজেকে ধৈর্যশীল সবরকারী সৎ কর্মশীল ও সত্য মুসলমান বানাও মুমিন-
ইমানদার ও বিশ্বাসী হলেই তুমি হবে সন্তোষচিত্ত ও সন্তোষভাজন আল্লার দাস স্মরণ!
অতঃপর তুমি পাবে শান্তি ও প্রশান্তিময় জান্নাতের প্রবেশ সনদ সম্মান!
অপরের সমালোচনার আগে তুমি নিজের সমালোচনা করো সর্বদা।
অপরের সাথে যুদ্ধের আগে তুমি নিজের সাথে কঠিন যুদ্ধ করো অবাদ,
নিজেই নিজের উপর সজাগ গোয়েন্দাগীরি ও নজরদারী করো চৌকোষ,
সাধনায় সফল হতে পারলেই তুমি পাবে গুপ্ত রহস্যের দর্শন ও পরিচয় আহাদ অশেষ।
০৫/০৭/২০২০