মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ছয়কুট এলাকায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার চৌধুরী অভিযান পরিচালনা করে প্রায় ৪০ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়েছে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত জব্দকৃত বালু ও ২টি মেশিন স্থানীয় ইউপি সদস্য মাহমুদ মিয়ার জিম্মায় রয়েছে। এসময় বালু উত্তোলনকারী কাউকে পাওয়া যায় নাই। ঘঠনার সত্যতা স্বীকার করে ইউপি সদস্য মাহমুদ মিয়া বলেন- লিখিত ভাবে আমার জিম্মায় বালু ও মেশিন দেওয়া হয়েছে। ৫ জুলাই রোববার পর্যন্ত আমার জিম্মায় থাকবে। কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এর কার্যালয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে কমলগঞ্জে ধলাই নদীর এই অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের গুঞ্জন চলছিল। সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার
চৌধুরী ২টি মেশিন ও প্রায় ৪০ হাজার ঘন ফুট বালু জব্দের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, মেশিন ও বালু ৩নং ওয়ার্ডের ইউপি
সদস্য মাহমুদ মিয়ার জিম্মায় রাখা হয়েছে।