পাবনায় স্বাস্থ্য বিধি উপেক্ষা করে চলছে ক্লাস ও পরীক্ষা

পাবনা প্রতিনিধি ঃ
পাবনার সুজানগর উপজেলার সাইন্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে চলছে স্কুলে ক্লাস ও পরীক্ষা। প্রশাসনকে অবহিত করেও কোন ব্যবস্থা নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। স্বাস্থ্য বিধি উপেক্ষা করে ক্লাস ও পরীক্ষা
নেয়ায় করোনার প্রর্দুভাব বাড়তে পারে বলে আশংকা করেছে সচেতন মহল। কয়েকজন অভিভাবক বলেন- পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চরগোবিন্দপুর সাইন্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে চলছে
স্কুলে ক্লাস ও পরীক্ষা। একদিকে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহন অন্যদিকে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে ক্লাস ও পরীক্ষা নেয়ায় করোনার প্রর্দুভাব বারার আশংকায়
করেছে অভিভাবকরা। স্কুল চালালে বাচ্চাদের দিতে হয় কারণ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগীতা রয়েছে। অনেকটা বাধ্য হয়েই স্কুলে পাঠানো হচ্ছে। বিষয়টি
জনপ্রতিনিধি , সাংবাদিক এবং প্রশাসন কে জানানো হয়েছে।
প্রধান শিক্ষক খন্দকার সোহেল জানান- তিনি বলেন স্কুলের কিছু প্রয়োজনীয় কাজের জন্য খোলা রাখা হয়েছে। অভিভাবক এবং শিক্ষার্থীরা প্রয়োজনে আসেন।
তাদের সহযোগীতা করা হয়। পরীক্ষা বিষেশ ভাবে নেয়া হচ্ছে।

এ ব্যাপারে পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ বলেন- করোনার প্রর্দুভাব এখন মহামারি আকারে ছড়ায়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্টান খোলা রাখা মানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মৃত্যুর দিকে ধাবিত করা। স্কুল খোলা রাখার জন্য সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা প্রয়োজন। প্রশাসন জানান পরও প্রয়োজনীয় ব্যবস্থা নেননি এটা দুঃখ জনক।এটা প্রশাসনের ব্যর্থতা নাকি
উদাসিনতা সেটাই প্রশ্ন থেকে যায়।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন- বৃহস্পতিবার তথ্য পাওয়ার সাথে প্রধান শিক্ষককে মোবাইলে নিষেধ করা হয়েছে। তারপরও উনি শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন কিনা আমার জানানাই তবে উপজেলা শিক্ষা অফিসারকে
ব্যবস্থা নেয়ার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।